BANGLADESH FISHERIES DEVELOPMENT CORPORATION (BFDC)

JobNizam Uddin13 May, 2025 70
10
BANGLADESH FISHERIES DEVELOPMENT CORPORATION (BFDC) 2025
BANGLADESH FISHERIES DEVELOPMENT CORPORATION (BFDC)Salary: 22000-53060Experience: Vacancy: 38Deadline: 12 Jun, 2025
Share

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১২ পদে মোট ৩৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ১২ মে থেকে।

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনকারীকে কিছু শর্ত মেনে চলতে হবে বলে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিত/হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ/ভুল তথ্যসংবলিত আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করা হবে। প্রার্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। পরীক্ষাসংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Job Details in PDF

Comments Box

Connecting us: