Primary Teacher Question Solution 2010 Bosonto Set

BlogSh SOHEL29 Oct, 2023 3360951
10
Primary Teacher Question Solution 2010 Bosonto Set
Share

We have uploaded the Primary Teacher Question Solution 2010 Bosonto Set. You can find all primary teacher exam question solution on ziggasa.com. You know that we had provided the professor recent job solution various question solution pdf.

Primary Teacher Question Solution 2010 Bosonto

For the primary assistant teacher exam, the 80 marks multiple choice question (MCQ) exam will be held within one hour for compulsory subjects like Bangla, English, Mathematics & General knowledge. Given below the mark distribution of primary assistant teacher MCQ test.

Mark Distribution:

  • Bangla – 20
  • English – 20
  • Mathematics – 20
  • General Knowledge: 20

Primary Teacher Question Solution 2010 Bosonto Set

In this post, you have the year exam question solution of the Primary Teacher Exam Bosonto SET. So keep it mind here all solutions are available here.

১) বাংলাদেশের মুসা ইব্রাহীম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন?
 ২৩ মে ২০১০
২৪ মে ২০১০
২৫ মে ২০১০
২৬ মে ২০১০

২) কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ‘?
 হুমায়ুন
জাহাঙ্গীর
শাহজাহান
আওরঙ্গজেব

৩) শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
১১ ডিসেম্বর
১২ ডিসেম্বর
১৩ ডিসেম্বর
 ১৪ ডিসেম্বর

৪) বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?
দ্রাঘিমা রেখা
বিষুব রেখা
 কর্কটক্রান্তি রেখা
মকর রেখা

৫) মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
 সম্রাট বাবর
হুমায়ুন
মোহাম্মদ ঘোরী
আলেকজান্ডার

৬) Truth must prevail in the long runবাক্য ‘ truth’ শব্দটি কোন প্রকারের Noun?
Common noun
Collective noun
Material noun
 Abstract noun

৭) ‘The police dispersed the crowd’বাক্য ‘ crowd’ শব্দটি কোন প্রকারের Noun?
Common noun
 Collective noun
Material noun
Abstract noun

8) কোন বানানটি শুদ্ধ ?
 Occasion
Ocasion
Ocassion
Occassion

৯) কোন বানানটি শুদ্ধ ?
Disentery
 Dysentery
Disentary
Disentry

১০) কোন বানানটি শুদ্ধ ?
Accesible
 Accessible
Accesibal
Acsecible

১১) 3x+7y =10 এবং 4x-y=3 হলে, x ও y এর মান হবে যথাক্রমে —

 1, 1

1, 1/2

2, 1

1/2, 1

১২) 2x+y =7 এবং 3x+y=10 হলে, x ও y এর মান হবে যথাক্রমে —

2, 3

 3, 1

4, -1

5, -3

১৩) একটি রাস্তা মেরামত করতে ১০ জন শ্রমিকের ১৬ দিন লাগবে জন শ্রমিকের কত দিন লাগবে?

১৬ দিন

১৮ দিন

 ২০ দিন

২৪ দিন

১৪) কোন পরিবারে ১২ জন সদস্যের ২৪ দিনের খাবার আছে। জন অতিথি আসলে খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে?

১২ দিন

১৪ দিন

১৬ দিন

 ১৮ দিন

১৫) পিতা মাতার গড় বয়স ৩৫ বছর। পিতা , মাতা পুত্রের গড় বয়স ২৭ বছর হলে পুত্রের বয়স কত?

৯ বছর

 ১১ বছর

১২ বছর

১৪ বছর

Primary Question Solution 2010 – Bosonto

১৬) হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর–ধন–লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পঙ্‌ক্তিটি কোন কবির রচনা?

 মাইকেল মধুসূদন দত্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

নবীনচন্দ্র সেন

কাজী নজরুল ইসলাম

১৭) ‘শ্রীকান্ত‘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি —

ছোট গল্প

নাটক

 উপন্যাস

ভ্রমণ কাহিনী

১৮) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়‘ নাটকটির রচয়িতা কে?

মামুনুর রশীদ

 সৈয়দ শামসুল হক

জিয়া হায়দার

মুনীর চৌধুরী

১৯) “বুলবুলিতে” ধান খেয়েছে —বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

কর্তৃকারকে পঞ্চমী

 কর্তৃকারকে সপ্তমী

কর্মকারকে পঞ্চমী

কর্মকারকে সপ্তমী

২০) “ডাক্তার” ডাক বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

কর্তৃকারকে শূন্য

কর্তৃকারকে দ্বিতীয়া

 কর্মকারকে শূন্য

অপাদান কারকে শূন্য

২১) বাংলাদেশের গভীরতম নদী কোনটি?

পদ্মা

 মেঘনা

যমুনা

সুরমা

২২) বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ–এর পদবী কি ছিল?

ক্যাপ্টেন

লেফটেন্যান্ট

 ল্যান্স নায়েক

সিপাহী

২৩) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত?

৮ঃ ৫

৯ঃ ৫

 ১০ঃ

১২ঃ ৭

২৪) বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা‘ এর সুরকার কে?

 রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

দ্বিজেন্দ্রলাল রায়

সলীল চৌধুরী

২৫) মুজিবনগর কোথায় অবস্থিত?

 মেহেরপুর

চুয়াডাঙ্গা

সিরাজগঞ্জ

নবাবগঞ্জ

 

২৬) পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?

কর্মধারয়

 তৎপুরুষ

বহুব্রীহি

অব্যয়ীভাব

২৭) অহিনকুল (অহি নকুল) কোন সমাস?

কর্মধারয়

বহুব্রীহি

দ্বিগু

 দ্বন্দ্ব

২৮) ‘ষোড়শ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

সড় + শ

ষোড় + শ

ষোড় + অশ

 ষট্‌ + দশ

২৯) ‘অধোগতি‘ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

অধ + গতি

 অধঃ + গতি

অধ + অগতি

অধঃ + অগতি

৩০) কোন বানানটি শুদ্ধ?

মরিচীকা

 মরীচিকা

মরিচিকা

মরীচীকা

Primary Question Solution 2010 – Bosonto

৩১) কোনটি শুদ্ধ বানান?

নিপিড়িত

নীপিড়িত

 নিপীড়িত

নিপীড়িত

৩২) ‘পালের গোদা‘– অর্থ কী?

নৌকার পাল

সচল ব্যক্তি

 সর্দার

দলের শক্তিশালী লোক

৩৩) ‘যে উপকারীর উপকার স্বীকার করে‘ —এক কোথায় কী হবে?

অকৃতজ্ঞ

 কৃতজ্ঞ

কৃতঘ্ন

অকৃতার্থ

৩৪) ‘শিষ্টাচার‘ এর সমার্থক শব্দ কোনটি?

নিষ্ঠা

সংযম

সততা

 সদাচার

৩৫) ‘সূর্য‘ এর সমার্থক শব্দ কোনটি?

শশাঙ্ক

 আদিত্য

বিধু

সুধাংশু

৩৬) পিতা দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা উক্ত দুই পুত্রের বয়সের গড় বছর কম। পিতার বয়স ৩০ বছর হলে মাতার বয়স কত?

২০ বছর

২২ বছর

 ২৪ বছর

২৫ বছর

৩৭) পিতা তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা তিন পুত্রের বয়সের গড় বছর কম। পিতার বয়স ৩২ বছর হলে মাতার বয়স কত?

২১ বছর

 ২৪ বছর

২৬ বছর

২৭ বছর

৩৮) একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মুল্যে ৬৪ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত?

৭২ টাকা

৭৬ টাকা

 ৮০ টাকা

৮৫ টাকা

৩৯) একটি জিনিস ৪০০ টাকায় ক্রয় করে ৪৪০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?

 ১০%

১২%

১৪%

১৫%

৪০) ১, ২, ৪, ৭——-ক্রমটির পরবর্তী পদ কত?

 ১১

১২

১৪

১৫

৪১) ১, ২, ৩, ৫, ৮——-ক্রমটির পরবর্তী পদ কত?

 ১৩

১৫

৪২) ৪ঃ ৫= ১২ঃ x হলে x –এর মান কত হবে?

১২

১৩

১৪

 ১৫

৪৩) দুইটি রাশির অনুপাত ৮ঃ ১৫। পূর্বরাশি ৪০ হলে উত্তর রাশি কত?

১৫

৪৫

 ৭৫

১০০

৪৪) কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?

৪২ টাকা

৪৫ টাকা

 ৫০ টাকা

৫২ টাকা

৪৫) ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির—

 পূরক কোণ বলে

সম্পূরক কোণ বলে

সন্নিহিত কোণ বলে

প্রবৃদ্ধ কোণ বলে

Primary Question Solution 2010 – Bosonto

৪৬) ত্রিভুজের তিন বাহু, এর অন্তর্বৃত্তের —

জ্যা

ব্যাসার্ধ

 স্পর্শক

ব্যাস

 

৪৭) ‘Tell him to do it’ বাক্যটির Passive form হবে -

 Let him be told to do it

He may be told to do it

Let him told to do it

Let him tell to do it

৪৮) ‘I shall do the work’ বাক্যটির Passive form হবে -

I shall be doing the work

The work may be done by me

I may be doing the work

 The work will be done by me

৪৯) He said, ‘ I am well’ বাক্যটির Indirect speech হবে -

He said that I am well

He said that I was well

 He said that he was well

He said that he is well

৫০) Amin said, “I shall go to school.” বাক্যটির Indirect speech হবে -

Amin said that he will go to school

 Amin said that he would go to school

Amin said that I shall go to school

Amin said that I would go to school

৫১) কোন বাক্যটি শুদ্ধ?

Everybody have gone there.

 Everybody has gone there.

Everybody are gone there.

Everybody has went there.

৫২) কোনটি শুদ্ধ বাক্য?

There is book and pen on the table

 There are a book and a pen on the table

There are a book on the table

There is a book and a pen on the table

৫৩) I was admitted——Dhaka College বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —

in

 to

from

on

৫৪) I beg mercy ——the principal বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —

 of

to

on

from

৫৫) ‘Abolish’ এর সমার্থক শব্দ কোনটি?

 Cancel

General

Perform

Create

৫৬) ‘Gain’ এর সমার্থক শব্দ কোনটি?

Promote

 Advantage

Fulfil

Trouble

৫৭) ‘Null and void’ phrase টির অর্থ কি?

Good and bad

Light and dark

Advantage and disadvantage

 এর কোনটিই নয়

৫৮) ‘Blue blood’ phrase টির অর্থ কি?

Scoundrel

Sound health

 Aristrocratic birth

Blood of blue colour

৫৯) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় —-

 কালুরঘাট, চট্টগ্রাম

শ্রীমঙ্গল, মৌলভীবাজার

মুজিবনগর, মেহেরপুর

নাটোর, রাজশাহী

Primary Question Solution 2010 – Bosonto

৬০) ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ রানার্স আপ হয়েছে?

 নেদারল্যান্ডস

জার্মানি

স্পেন

ইতালি

৬১) পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

 এশিয়া

আফ্রিকা

উত্তর আমেরিকা

অস্ট্রেলিয়া

৬২) ২০১০ সালে সাহিত্যে নোবেলজয়ী মারিও বার্গার য়োসা কোন দেশে জন্মগ্রহণ করেন?

আর্জেন্টিনা

মেক্সিকো

 পেরু

কলাম্বিয়া

৬৩) চাঁদের মাটিতে প্রথম পা রাখেন —-

ইউরি গ্যাগারিন

মাইকেল কলিন্স

এডউইন-ই-অলড্রিন

 নীল আর্মস্ট্রং

৬৪) বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়?

৩ বছর

  বছর

৫ বছর

৬ বছর

৬৫) ‘রিচার্ড হ্যাডলি‘ বিখ্যাত —

ফুটবলার হিসেবে

 ক্রিকেটার হিসেবে

দৌড়বিদ হিসেবে

টেনিস খেলোয়াড় হিসেবে

৬৬) কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?

লাল

নীল

 কালো

বেগুনি

৬৭) নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?

পটাস

 ইউরিয়া

টিএসপি

এর কোনোটিই নয়

৬৮) পানিমিশ্রিত দুধ পরীক্ষা যন্ত্রের নাম কি?

ওডোমিটার

ম্যানোমিটার

 ল্যাকটোমিটার

এর কোনোটিই নয়

৬৯) বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে —

ভোল্ট

ওহম

অ্যাম্পিয়ার

 ওয়াট

৭০) বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?

অক্সিজেন

 ওজোন

নাইট্রোজেন

হিলিয়াম

৭১) উত্তর গোলার্ধ সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কখন?

২১ মার্চ

২১ জুন

২৩ সেপ্টেম্বর

 ২২ ডিসেম্বর

৭২) একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

১০৬

১৫৬

 ২০৬

২৬০

৭৩) পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?

পটাশিয়াম

ম্যাগনেশিয়াম

 নাইট্রোজেন

আয়রন

৭৪) বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?

 পাখি

পানি

বাতাস

এর কোনোটিই নয়

৭৫) হাড় দাঁতকে মজবুত করে —

 ফসফরাস

আয়রন

আয়োডিন

ম্যাগনেশিয়াম

৭৬) নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের —

কিডনি

 ফুসফুস

যকৃত

হৃৎপিণ্ড

৭৭) দক্ষিণ মেরুর অক্ষাংশ কত?

০ ডিগ্রী

 ৯০ ডিগ্রী

১২০ ডিগ্রী

১৮০ ডিগ্রী

৭৮) দুইটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ডিগ্রী হলে সময়ের পার্থক্য কত হবে?

১ মিনিট

২ মিনিট

  মিনিট

১০ মিনিট

৭৯) পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

 শুক্র

মঙ্গল

বৃহস্পতি

বুধ

৮০) সমুদ্রে পানির গভীরতা মাপার একক —

মিটার

ফুট

কিলোমিটার

 ফ্যাদোমিটার

 

Recent Job Question Solution

So if you want to read back from our website, then of course you have to click on the subscribe button on our website. For this, you have to visit our website regularly. Besides, we have a YouTube channel and our Facebook page. Anyone out there can join us directly if you want.

We have various government jobs, private jobs, job quotation papers of different companies, we upload them here. Everyone really likes to follow Professor Recent Job Solutions. We are trying to work towards that. From there we are uploading some questions, we will give in large size in the future. In this post, we have uploaded the PDF file of the Recent Job Question Solution January to May 2020 Pdf. If you want, you can easily download from the download option below and read on mobile.

Download Recent Job Solution 2020

 Professor's Current Affairs

We also upload the Current Affairs PDF file here and you can download it if you want. And Current Affairs is a very popular PDF file or book in Professor Publications. Which is absolutely full of common sense. And for those who are preparing for the job, I would suggest that you always read the Current Affairs Tip in Professor Publications. Here are the recent exam questions with many known unknown mysteries.

Download Current Affairs 2020

[caption id="attachment_6741" align="aligncenter" width="307"]Bank Job Question Solution Pdf All Book Download Bank Job Question Solution Pdf All Book Download[/caption]

Recent Job News

We regularly publish the news of various government and private jobs here. If you want, you can visit our website and see and know about them and you can find out how to apply for a job through our YouTube channel. Hey, from the tests, we have discovered the sector team of Recent Job Question Solutions.

So you get different problems when you go to get different admit cards. That relationship is posted variously on our website. There are many videos on our YouTube channel on how to easily download admit cards.

Job Circular All

YouTube Channel: Online Ziggasa

You already know that we have a YouTube channel, which discusses various technical education and various thrilling events, i.e. uploading videos. If you want, you can visit our YouTube channel and subscribe to our channel. I would like to add again that you will like and share our videos and subscribe to the channel, thank you.

আমাদের ইউটিউব চ্যানেল

Connect with Social Media

Moreover, we have added a new feature which is that WhatsApp Messenger can communicate with WhatsApp. You can stay connected with us all the time through our Facebook page. Hopefully, you will share our posts to inspire us.

আমাদের ফেসবুক পেইজ

And if you inspire us, you will benefit because at your inspiration we will be able to come to our ziggasha.com with new things.

Comments Box

Connecting us: